গোপালগঞ্জে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১৯ মে ২০২০, ২৩:২৭

গোপালগঞ্জে নতুন করে গত ২৪ ঘণ্টায় ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে। আক্রান্তদের মধ্যে ৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও বাকি ৬১ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৬০ জন গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ও ১ জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলায় ১১ জন, কাশিয়ানী উপজেলায় ৫ জন, মুকসুদপুর উপজেলায় ৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ১ জন রয়েছে।

তিনি আরো জানান, আক্রান্তদের বাড়িসহ আশাপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্তদের আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :