সিলেটে কারাগারের তিন কর্মচারী করোনায় আক্রান্ত

সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মে ২০২০, ১৩:২৬

সিলেট কেন্দ্রীয় কারাগারে করোনায় এক বন্দির মৃত্যুর পর এখন দুই কারারক্ষী ও এক কারা সহকারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান,করোনায় আক্রান্ত হয়ে এক বন্দির মৃত্যুর পর ১৬ মে সিলেট সিভিল সার্জনের একটি টিম কারাগারের ১৮ কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করেছিল। মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষার ফলাফলে তিনজনের রিপোর্ট পজেটিভ এসেছে। আজ তাদের আইসোলেশনে নেয়া হবে।

প্রসঙ্গত, গত ১০ মে ৫৫ বছর বয়সী আহমদ হোসেন নামে ওই বন্দির উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুর পরদিন তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।

ঢাকাটাইমস/২০মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :