ইসরায়েলের সঙ্গে সংঘাতে যেতে প্রস্তুত: হিজবুল্লাহ

প্রকাশ | ২০ মে ২০২০, ১৯:০৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের কবল থেকে জেরুজালেম আল কুদস মুক্ত করাই এ অঞ্চলের প্রতিরোধকামী ফ্রন্টের প্রধান এজেন্ডা। আর এ লক্ষ্য বাস্তবায়নের জন্য তেল আবিব শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যেকেনো ধরনের সংঘাতে যেতে হিজবুল্লাহ পুরোপুরি প্রস্তুত আছে।

লেবাননের আল মায়েদিন টেলিভিশন চ্যানেলকে হিজবুল্লাহর কার্যকরী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফেউদ্দিন বলেন, 'ইহুদি শাসক গোষ্ঠীর যেকেনো ধরনের আগ্রাসন বা তাদের বোকামিপূর্ণ যেকেনো পদক্ষেপের বিরুদ্ধে তাৎক্ষণিক জবাব দিতে আমরা পূর্ণ মাত্রায় প্রস্তুত আছি।' খবর পার্সটুডের।

তিনি আরো বলেন, শত্রুর সঙ্গে এ ধরনের সংঘাতে যাওয়ার ব্যাপারে সংগঠনটি অত্যন্ত উজ্জীবিত এবং নিজের পছন্দ এবং পদক্ষেপের ব্যাপারে ভালোভাবে অবগত আছে। তবে হিজবুল্লাহ কোনো যুদ্ধ চায় না এবং যুদ্ধের জন্য কাউকে প্ররোচিত করার চেষ্টা এ সংগঠনের নেই। 

হিজবুল্লাহর এই  কর্মকর্তা বলেন, আঞ্চলিক প্রতিরোধকামী ফ্রন্টের প্রধান লক্ষ্য হচ্ছে মুসলমানদের পবিত্র শহর জেরুজালেম আল কুদস ইসরাইলের দখল থেকে মুক্ত করা।

ঢাকা টাইমস/২০মে/একে