বোয়ালমারীতে আরো পাঁচজন করোনায় আক্রান্ত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মে ২০২০, ১৯:৫৩

ফরিদপুরের বোয়ালমারীতে নতুন করে একই গ্রামের তিনজনসহ তিন গ্রামে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত সকলেই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন, মারা গেছে ১ জন। আক্রান্তদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২ জন ও বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে ফরিদপুর জেলার মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বোয়ালমারীতেই।

নতুন আক্রান্তদের একজন ঘোষপুর গ্রামের, শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একজন, রুপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের তিনজন। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ, তিনজন মহিলা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, ১৮ মে আক্রান্তদের উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২০ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে প্রাপ্ত প্রতিবেদনে ৫ জনের করোনা পজিটিভ ধরা পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, নতুন আক্রান্ত সকলের বাড়ি লকডাউন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :