দীপ্ত শ্রমজীবী সমিতির ঈদ সামগ্রী পেল ৫০০ পরিবার

প্রকাশ | ২০ মে ২০২০, ২০:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ফার্মগেট ও মনিপুরীপাড়া এলাকার ৫০০ পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছে দীপ্ত শ্রমজীবী সমবায় সমিতি।

বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট সংলগ্ন মিলকি অডিটোরিয়ামের এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির সভাপতি ও তেজগাঁও থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মণি সিংহ।

কার্যক্রম উদ্বোধনের পর এলাকার প্রতিটি পরিবারে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

উপহার হিসেবে চাল, তেল, চিনি, দুধ, সেমায়, ডাল, আলু, পেঁয়াজ, সাবান এবং একটি করে মুরগি প্রদান করা হয়।

কার্যক্রম সম্পর্কে সমিতির সভাপতি মণি সিংহ বলেন, বর্তমান করোনা পরিস্থিতে সবাই যেন মিলে মিশে একসঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে পারে, এটি তারই প্রয়াশ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দীপক পিরিছ, সিনিয়র সদস্য সৈয়দ তুহিন, ধীরেন্দ্রনাথ দাস, কোষাধক্ষ আব্দুর রহিম বাবু, সদস্য সচিব গোলাম রব্বানী রাজু, সদস্য মো. আলী আহাদসহ সমিতি এবং এলাকার বিশিষ্টজনেরা।

(ঢাকাটাইমস/২০মে/টিএটি/জেবি)