বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের বেতন-বোনাসের দাবিতে রিট

প্রকাশ | ২০ মে ২০২০, ২০:২৪ | আপডেট: ২০ মে ২০২০, ২০:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে যেসব বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসকদের ঈদ বোনাস দেয়নি এবং বেতনের একটি অংশ কেটে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে রিট করা হয়েছে। চিকিৎসকদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করা ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) পক্ষে আইনজীবী ইয়াদিয়া জামান মঙ্গলবার ভার্চুয়াল আদালতে এই রিট করেন।
রিটের পক্ষে এফডিএসআরের উপদেষ্টা ডা. আব্দুন নুর তুষার, মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন এবং যুগ্ম-মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী আবেদন করেন।


আইনজীবী ইয়াদিয়া জামান বলেন, ‘বেতন কেটে নেওয়ায় এবং বোনাস না দেওয়ায় কর্মীদের মনোবল ভেঙে পড়ছে এবং তাদের মধ্যে হতাশা কাজ করছে। এ অবস্থায় বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে তারা চিকিৎসা দিবে কিভাবে? মেডিকেল কলেজ হাসপাতালগুলো তাদের অনুমোদনের শর্ত ভঙ করেছে। কাজেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।’
আইনজীবী ইয়াদিয়া জামান বলেন, ‘আমরা আদালতের দারস্ত হয়েছি। আদালতে আবেদন করেছি তাদের পুরো বেতন এবং বোনাস যেটা তাদের প্রাপ্য তা যেন দেওয়া হয়। যারা বেসরকারি হাসপাতালের শর্ত মানছেন না তাদের লাইসেন্স বাতিল করার আবেদনও জানানো হয়েছে।’

(ঢাকাটাইমস/২০মে/কারই/এইচএফ)