নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ মে ২০২০, ২০:৩৩ | প্রকাশিত : ২০ মে ২০২০, ২০:৩০

নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর (৪৭) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় গণিপুর এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাস জানান, চৌমুহনী বাজারের ওই ব্যবসায়ী গত ৪-৫ দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তাকে চিকিৎসা সেবা দিয়ে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয়। কিন্তু নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাড়ি লকডাউন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম জানান, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ওই ব্যবসায়ীর মৃতদেহ ইসলামিক ফাউন্ডেশনের আলেমদের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় দাফন করা হবে।

ঢাকাটাইমস/২০মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :