তুরস্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মে ২০২০, ২১:০২

তুরস্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে জ্যেষ্ঠ কূটনীতিক মসয়ূদ মান্নানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তাকে দুই বছরের জন্য চুক্তিতে তুরস্কের রাষ্ট্রদূত করা হয়েছে।

গত ২০ এপ্রিল মসয়ূদ মান্নানের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। তার পিআরএল এবং এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করে গত ২১ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে তাকে চুক্তিতে রাষ্ট্রদূত নিয়োগের আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ এই কূটনীতিক মরোক্কো ও জার্মানিতে ঢাকার হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যুক্তরাজ্য, মাসকার্ট, নিউ ইয়র্ক এবং বেইজিং-এর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মসয়ূদ মান্নান পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব (অতিরিক্ত, পররাষ্ট্র) দায়িত্বের পাশাপাশি মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৪ সালের বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।

মসয়ূদ মান্নান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মরহুম অধ্যাপক বশিরা মান্নানের বড় ছেলে।

(ঢাকাটাইমস/২০মে/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :