লকডাউন শিথিলের আহবান জিএম কাদেরের

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ মে ২০২০, ২১:১১ | প্রকাশিত : ২০ মে ২০২০, ২১:০৮

মহামারি রূপ নেয়া করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশের মানুষ কষ্টে আছে। তাই ধীরে ধীরে লকডাউন শিথিল করে সরকারকে কর্মজীবীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহবান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।

বুধবার দুপুরে রূপগঞ্জে কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের অর্থায়নে কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায় স্থানীয় চার হাজার দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের মানু্ষের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য দেশের তুলনায় বেশি। তবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

এ সময় রূপগঞ্জ অঞ্চলে জাতীয় পার্টিও মনোনীত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের অর্থায়নে বিভিন্ন সময় দরিদ্রদের ত্রাণ বিতরণ বিষয়ে বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে সকল নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। তারা যেন সাধ্যমতো অসহায়দের পাশে থাকেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি বলেন, যেসব এলাকায় করোনা আক্রান্ত নেই- সেসব এলাকায় মসজিদে দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে এমন সিদ্ধান্তের কোন যুক্তি নেই।

তিনি আরো বলেন, সরকার খাদ্য সরবরাহে ব্যর্থ হয়েছে। বিভিন্নস্থানে চালচোরদের খবর পাচ্ছি। আমরা এর নিন্দা জানাই। সরকারের এসব খাদ্য যথাযথ প্রাপ্যদের মাঝে পৌঁছানো হচ্ছে না। তবে বিরোধী দলে থেকেও সাধ্যমতো অসহায়দের পাশে রয়েছে জাতীয় পার্টি।

আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, হাসিবুল ইসলাম জয়, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. জহিরুল ইসলাম মিলন প্রমুখ।

(ঢাকাটাইমস/২০মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :