বাহরাইনের রাজার কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রকাশ | ২০ মে ২০২০, ২২:০৫

স্বপন মজুমদার, বাহরাইন থেকে

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মাদ নজরুল ইসলাম দেশটির রাজা হামাদ বিন ঈসা আল খলিফার কাছে তার পরিচয়পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার আল শাখির রাজ প্রাসাদে গিয়ে এই পরিচয়পত্র জামা দেন তিনি। পরে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।

পোস্টে নজরুল ইসলাম বলেন, বাহরাইনের নাগরিক এবং ওই দেশে অবস্থানরত বাংলাদেশিসহ অন্যান্য বিদেশি নাগরিকরা সবাই দেশটির সরকারের কাছে সমান। দেশটির সরকার সবাইকে দেখাশোনা করবে।

পোস্টে রাষ্ট্রদূত লেখেন, এই মহামারির মধ্যে সশরীরে রাজার কাছে পরিচয়পত্র পেশ করতে পারা আমার জন্য সম্মানজনক। আমি রাষ্ট্রপতি মোহাম্মাদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা রাজার কাছে পৌঁছে দিয়েছি।

বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং অভিবাসীদের মঙ্গলসহ অন্যান্য দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে রাজার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয় জানিয়ে রাষ্ট্রদূত বলেন, উভয় দেশের জন্য মঙ্গলজনক এমন সহযোগিতার বিষয় নিয়ে আমি আরও জোরালোভাবে কাজ করবো

এ সময় উপস্থিত ছিলেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ ডা. আবদুল্লাতিফ বিন রশিদ আল জায়ানী।

(ঢাকাটাইমস/২০মে/কেএম)