মেয়াদ বাড়ল বেলজিয়ান কোচ মার্টিনেজের

প্রকাশ | ২১ মে ২০২০, ১১:৪৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

তার হাত ধরেই রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হয়েছিল বেলজিয়াম। যা দেশটির বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সাফল্য। সাফল্যমণ্ডিত কোচকে আপাতত যেতে দিচ্ছে না বেলজিয়াম। সম্পর্কের মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত।

৪৬ বছর বয়সী স্প্যানিশ এ কোচের সাথে দেশটির চুক্তির বর্তমান মেয়াদ ছিল ২০২০ ইউরো পর্যন্ত। করোনার কারণে যে আসর পিছিয়েছে ২০২১ সাল অবধি।

‘করোনাভাইরাসের কারণে ২০২০ ইউরো পিছিয়ে গেছে, সে কারণে আমরা সেভাবে ভাবতেও পারিনি। বেলজিয়াম ফুটবল ফেডারেশনের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা আছে।’

২০১৬ ইউরোতে ওয়েলসের কাছে ৩-১ গোলে হারের পর তৎকালীন কোচ মার্ক উইলমোটসের উত্তরসূরি হন মার্টিনেজ। তার হাত ধরে সর্বোচ্চ ২৮ পয়েন্টে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপ খেলেছে বেলজিয়াম। তার হাত ধরেই ফুটবল ইতিহাসে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পৌঁছায় দলটি।

(ঢাকাটাইমস/২১ মে/এআইএ)