রূপ বদলে চীনে ফিরেছে করোনা, লক্ষণ প্রকাশ দীর্ঘদিনে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২১ মে ২০২০, ১৩:২৮ | প্রকাশিত : ২১ মে ২০২০, ১৩:০৩

চীনের উত্তর-পূর্বাঞ্চলে ফের ছড়াচ্ছে করোনা। আশঙ্কা করা হচ্ছে, গত কয়েক মাসে করোনার গঠন বদলে গিয়েছে। আগে দু’সপ্তাহের মধ্যে কোনো ব্যক্তির শরীরে ওই রোগের লক্ষণ প্রকাশ পেত। এখন কোভিড-১৯ রোগের লক্ষণ প্রকাশ পেতে সময় লাগছে আগের চেয়ে বেশি। তার মধ্যে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সংক্রামিত হচ্ছেন আরও অনেকে।

চীনের যে দু’টি প্রদেশে নতুন করে করোনার সংক্রমণ দেখা দিয়েছে, তাদের নাম জিলিন আর হেইলংজিয়াং। চীনের প্রথম সারির মহামারি বিশেষজ্ঞ কিউ হাইবো বলেন, নতুন করে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের দেহে রোগের লক্ষণ প্রকাশ পেতে সময় লাগছে দুই সপ্তাহের বেশি। আগে এক থেকে দুই সপ্তাহ অবজারভেশনে রাখলেই বোঝা যেত, কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন কিনা। কিন্তু এখন দেখা যাচ্ছে, দু’সপ্তাহ পরেও অনেকের শরীরে করোনা নেগেটিভ এসেছে। কিন্তু পরে তাদের শরীরে ফুটে উঠেছে রোগের লক্ষণ। খবর দ্য ওয়ালের।

কিউয়ের কথায়, 'কারও দেহে করোনা সংক্রমণ হয়েছে কিনা বুঝতে যদি দেরি হয়, তাহলে তার পরিবারের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে।'

কয়েকমাস আগে উহানে মহামারির মোকাবিলায় গিয়েছিলেন কিউ। তিনি জানান, দেশের উত্তর-পূর্বে শুলান, জিলিন সিটি আর শেংইয়াং-এ গত দু’সপ্তাহে নতুন করে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৪৬ জন। পুরো এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে। ওই অঞ্চলে ১০ কোটি মানুষ বাস করেন।

বিজ্ঞানীরা মনে করেন, করোনার লক্ষণ প্রকাশ পেতে দেরি হওয়ার পিছনে দু’টি কারণ থাকতে পারে। সম্ভবত করোনাভাইরাসের গঠনে উল্লেখযোগ্য বদল ঘটেছে। নয়তো রোগীদের এখন পর্যবেক্ষণে রাখা হচ্ছে অনেক আগে থেকে।

ঢাকা টাইমস/২১মে/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

এই বিভাগের সব খবর

শিরোনাম :