করোনা ভুলে সংসদে মারামারি

প্রকাশ | ২১ মে ২০২০, ১৩:৫৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

করোনা সংকট শুরুর আগে সরকারবিরোধী আন্দোলনে উত্তাল ছিল হংকং। করোনা সংকট কিছুটা নিয়ন্ত্রণে আসতেই আবার শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। সম্প্রতি সংসদে তা চূড়ান্ত প্রকাশ পেলো।

গত সোমবার গুরুত্বপূর্ণ এক সংসদীয় কমিটির নেতৃত্ব নিয়ে শুরু হয় চীনপন্থি সরকারি দলের সাংসদ এবং বিরোধীদের তুমুল বিরোধ।

সংসদীয় কমিটির সভার একপর্যায়ে কার্যপ্রণালী-বিধি ছিড়ে উড়িয়ে দেন বিরোধীরা। তুমুল ধস্তাধস্তির পর বিরোধী দলের এক সংসদকে তুলে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। বিরোধী সাংসদদের প্রতি নিরাপত্তা কর্মীদের খুব আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়।

অন্যরা যখন বচসা, ধস্তাধস্তি, মারামারিতে ব্যস্ত ঠিক তখন এই ঘটনা মোবাইলে ভিডিও করেন একজন।

ঢাকা টাইমস/২১মে/একে