টিপস

হাতের লেখা ফো‌নে টাইপ হ‌বে নি‌জে নি‌জেই

তথ্যপ্রযু‌ক্তি ডেস্ক, ঢাকটাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০২০, ১৬:৩২

কোন ছবিতে হাতে লেখা কিছু থাকলে সেটাকে মোবাইলে সরাস‌রি কপি করা ক‌ঠিন। কিন্তু গুগলের নিজস্ব অ্যাপ্লিকেশন গুগল লেন্স এর মাধ্যমে এই কাজটি আপনারা খুবই সহজে করতে পারবেন। এর ফলে আপনার টাইপ করার সময়ও বাঁচবে পাশাপাশি নির্ভুলভাবে লেখাটা কপিও হয়ে যাবে।

এখানে আমরা আপনাকে জানাবো কীভাবে আপনি গুগল লেন্স ব্যবহার করে হ্যান্ডরাইটিংকে কপি করতে পারবেন।

প্রথমে নিজের ফোনে গুগল অ্যাপ্লিকেশনটি খুলুন।

• তারপর ট্যাপ করুন আপডেট বাটনে।

• এখানে আপনারা মাইক বাটনের পাশে গুগল লেন্সের বাটন পেয়ে যাবেন।

• ওই বাটনে ট্যাপ করুন। এবার আপনার কাছে একটি ক্যামেরা চলে আসবে যা আপনি যেকোনো হাতে লেখা টেক্সটের ওপরে নিয়ে গিয়ে ক্লিক করবেন।

• এবারে যেটুকু লেখা কপি করতে হবে সেটাকে সিলেক্ট করে নিন।

• এবারে ট্যাপ করুন কপি টেক্সট অথবা কপি টু কম্পিউটার বাটনে।

এবার যদি আপনি কম্পিউটারে কপি করতে চান তাহলে ওই তালিকা থেকে আপনার কম্পিউটারকে নির্বাচন করুন।

• এরপর আপনার কম্পিউটারে যদি ওই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করা থাকে তাহলে আপনার কাছে একটি মেসেজ পৌছবে।

• ওই মেসেজে আপনার টেক্সট সম্পূর্ণরূপে লেখা থাকবে। এবার সেটাকে আপনি আপনার পছন্দমত জায়গায় পেস্ট করে দিন।

• আর যদি মোবাইলে করেন তাহলে কপি টেক্সট বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলে টেক্সট কপি হয়ে যাবে।

(ঢাকাটাইমস/২১‌মে/এ‌জেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :