করোনায় একদিনে দুই পুলিশের মৃত্যু

প্রকাশ | ২১ মে ২০২০, ২১:০৮ | আপডেট: ২১ মে ২০২০, ২২:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মামুনুর রশিদ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগে কর্মরত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশের সদর কোর্টে কর্মরত পুলিশ সদস্য মোখলেছুর রহমান মারা যান। এই নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশের দুই সদস্যের মৃত্যু হলো। আর মোট সংখ্যা দাঁড়াল ১১ জনে।

বৃহস্পতিবার রাতে পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনারোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য। করোনাক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এ যোদ্ধা হলেন নায়েক আল মামুনুর রশিদ। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি থানায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাহিনী প্রধান ড. বেনজীর আহমেদ।

(ঢাকাটাইমস/২২মে/এসএস/জেবি)