জামালপুরে করোনায় আক্রান্ত শ্রমিকের মৃত্যু

প্রকাশ | ২১ মে ২০২০, ২৩:৫৫ | আপডেট: ২২ মে ২০২০, ২২:৩৫

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনা শনাক্তের দুই দিন পর জামালপুরের মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া গ্রামের আব্দুস সাত্তার নামে ৫৬ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ এসকে করোনা হাসাতালে তিনি মারা যান।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রয়ন কান্তি দাস জানিয়েছেন, ১৯ মে রাতে আব্দুস সাত্তারের করোনাভাইস শনাক্ত হয়। পরদিন তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশনে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্ট বেড়ে গেলে ওইদিনই তাকে ময়মনসিংহ এস কে করোনা হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন।

এ নিয়ে জামালপুরের দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। এছাড়া ইসলামপুরের দুই নারীর মৃত্যুর পর তাদের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়।

(ঢাকাটাইমস/২১মে/কেএম)