একসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন মোদি-মমতা

প্রকাশ | ২২ মে ২০২০, ০৯:৫৪ | আপডেট: ২২ মে ২০২০, ১৬:৩৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারতের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। কলকাতাসহ রাজ্যের উপকূলীয় এলাকা বিধ্বস্ত হয়েছে। এসব ক্ষতিগ্রস্থ এলাকা আজ একসঙ্গে ঘুরে দেখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আগেই পশ্চিমবঙ্গের পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। মমতা জানিয়েছেন, 'আমফানের জন্য রাজ্যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে তা কেন্দ্রের কাছে পেশ করা হবে। তার পর দেখা যাক কত কী দেয় কেন্দ্র'।

এসময় প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানান মমতা। তার ঘণ্টাখানেক পরই মোদি সেখানের আসার প্রস্তাব গ্রহণ করেন।

দমদম বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি দেখবেন মোদি-মমতা।  এরপর ১১.২০ মিনিটে বসিরহাটে প্রধানমন্ত্রীর প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে।

ঢাকা টাইমস/২২মে/একে