টেস্টের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনা চলে না: তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০২০, ১০:২৮

টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে টেস্ট ক্রিকেট। সম্প্রতি পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজার সাথে আলাপকালে তামিম জানান, তিন ফরম্যাটের মধ্যে টেস্ট ক্রিকেটের মর্যাদা তার কাছে সবার উপরে।

টেস্টে বাংলাদেশ এখনো নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি, যেভাবে পেরেছে ওয়ানডে ক্রিকেটে। তবে তামিম মনে করেন, টেস্টের সাথে ওয়ানডে বা সীমিত ওভারের আরেক ফরম্যাট টি-টোয়েন্টির তুলনাই সম্ভব নয়।

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটের অবস্থান সবার উপরে। টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেটই, এটার সাখে ওয়ানডে বা টি-টোয়েন্টির তুলনা চলে না।’

রমিজ রাজাকে তামিম বলেন, ‘আপনি তো অনেক বছরেই খেলেছেন, ভালো বলতে পারবেন… আপনি টেস্টে শতক করে যে অনুভূতি পাবেন সীমিত ওভারের শতকে সেই অনুভূতি পাবেন না। টেস্ট ক্রিকেট আর টেস্ট শতকের সাথে অন্য কিছুর তুলনা চলে না।’

টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়। যদিও করোনাভাইরাসের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ওলটপালট হয়ে গেছে। তামিম বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ সমর্থকদের মধ্যে রোমাঞ্চ জাগবে। যেভাবে এটা শুরু হয়েছিল, দারুণ। তবে সংকটময় এই পরিস্থিতিতে বন্ধ হয়ে গেল। আশা করি আবারো শুরু হেবে, সমর্থকরাও উপভোগ করবেন।’

রমিজের সাথে আলাপকালে তামিম নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়েও কথা বলেন। তিনি জানান, ‘আমি মনে করি আরও ছয় বছর দেশের হেয়ে খেলতে পারব। নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারলে খুবই খুশি হব। তবে এই পরিস্থিতিতে ক্রিকেটের চিন্তাও করছি না আমি। জীবন হুমকির মুখে। আমাদের খুব সতর্ক থাকতে হবে।’

(ঢাকাটাইমস/২২ মে/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :