দীপু হাজরা’র ঈদের নাটক “মিরাজ তুই মরিসনে ক্যা”

প্রকাশ | ২২ মে ২০২০, ১২:৪৬

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাভিশনের ঈদ আয়োজনে ৫ম দিন বিকেল ৫টা ৩০মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক “মিরাজ তুই মরিসনে ক্যা”।

বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন  দীপু হাজরা।

নাটটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, শাহানাজ খুশী, নাবিলা ইসলাম, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি, সুজিত বিশ্বাস, মিলি মুন্সি প্রমূখ।

গল্পে দেখা যায় মিরাজ-সিরাজ দুই ভাই। বড় ভাই মিরাজ দীর্ঘস্হায়ী কাশিতে ভুগছে। ডাক্তার - কবিরাজ সব একাকার করেও কাশির এইটুকুও উন্নতি হয়নি । কাশির আওয়াজ সকল থেকে শুরু চলে রাত পর্যন্ত।

বিষয়টি পাড়া প্রতিবেশী এমনকি গ্রামবাসী সবাই অবগত। সকলের ধারণা এটি যক্ষা। অপর দিকে ছোট ভাই সিরাজ এখনো অবিবাহিত। ভালোবাসে একই গ্রামের একটি মেয়েকে। কিন্তু মেয়েটি সিরাজকে ভালোবাসলেও বিবাহ করতে চায় না।

কারণ  তার ধারণা এই যক্ষাটি সিরাজের বংশগত। সুতরাং বিবাহের পর তারও আক্রমণ হতে পারে। বিরম্বনায় পরে মিরাজ।  এভাবেই এগিয়ে চলে “মিরাজ তুই মরিসনে ক্যা” নাটকের গল্প।

ঢাকাটাইমস/২২মে/এলএম/এসকেএস