করোনা যুদ্ধে তোমার ছেলেও আছে মা

প্রকাশ | ২২ মে ২০২০, ১৫:৫৯

মাজেদুল ইসলাম পাপেল

মাগো করোনা ভয়ে সবাই এখন ঘরে। কিন্তু ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দেশের বিত্তবানরা গরীব-দুঃখী অসহায় মানুষের পাশে থেকে করোনা যুদ্ধে নেমেছে।

আশা একটাই কবে পৃথিবী ফিরে পাবে তার চিরচেনা রুপ। এই যুদ্ধে তোমার ছেলেও আছে "মা"।

তোমরা বলো আয় বাবা বাড়ি থেকে ঘুরে যা। কিন্তু কি করবো বলো আমরা একস্থান থেকে অন্য স্থানে গেলে এই মহামারী ভাইরাস যে আরো বেড়ে যাবে।

আব্বাও বলে আয় বাবা। কিন্তু তখন ভিতরে যে কি একটা সাইক্লোন ঘটে এটা তোমরা যেমন বুঝ আমি এখন তেমনই বুঝতে পারি । কারণ আমিও যে এখন বাবা হয়েছি। আগে বুঝতাম না এখন হারে হারে বুঝতে পারি মা-বাবার নিরব কষ্টগুলো।

তোমরা অনেক কষ্ট পাও এতো ডাকি তোকে তবুও তুই আসিস না। মন চায় সেই ছোট্ট বেলার মতো তোমাদের কোলে ঘুমিয়ে পড়ি।

বিশ্বাস করো অনেক দেখতে ইচ্ছে করে তোমাদের কিন্তু কি করবো বলো তোমাদের নিরাপত্তার কথা ভেবেই এতো ছলনা। কারণ তোমরা যে আমার বটগাছ।

লেখক:  সাংবাদিক, বিটিভি

ঢাকাটাইমস/২২মে/এসকেএস