করোনার দুর্দিনে পুলিশের সেবা প্রশংসনীয়: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০২০, ১৭:১৭

করোনাভাইরাসের এই মহাদুর্দিনে পুলিশ যেভাবে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে সেটা সত্যিই প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ বাহিনীর আরও এক সদস্যের মৃত্যুর পর ফেসবুক লাইভে এসে এমন মন্তব্য করেন তিনি।

এ পর্যন্ত ১১ জন পুলিশ সদস্য মারা গেছেন। সর্বশেষ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানী রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নায়েক মোহাম্মদ আল মামুন-রশিদ।

ফেসবুক লাইভে এসে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, পুলিশ বাহিনী জনগণকে সেবা দেওয়ার জন্য কোনোরকম পিছপা হয়নি। তারা সবসময় জনগণকে হাতজোড় করে ঘরে থাকতে বলেছে। জনগণের সঙ্গে কোনো রকম অসৌজন্যমূলক আচরণ করেননি।

তিনি বলেন, তারা যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন এবং যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন সেটি একাত্তর সালের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়।

সিনিয়র এই আইনজীবী বলেন, আজও আমাদের করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ। এটি একটি মুক্তিযুদ্ধ। তারা (পুলিশ বাহিনী) যেভাবে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন জাতি সেটা চিরদিন স্মরণ রাখবে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আরও ১০ পুলিশ সদস্য হলেন- ডিএমপির কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্রী রঘুনাথ রায় (৪৮), কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), উপ-পরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন (৪৪), এসবির এসআই নাজির উদ্দীন (৫৫), এসআই মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল মো. নঈমুল হক (৩৮) ও চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল মোখলেসুর রহমান।

(ঢাকা টাইমস/২২ মে/এআইএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :