ত্রিশালে অসহায়দের পাশে ‘হাত বাড়াও’

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০২০, ১৯:৫২

করোনাভাইরাসের প্রকোপে দেশের এই দুঃসময়ে পবিত্র ঈদুল ফিতরকে উপলক্ষ করে ত্রিশালের অসহায়, দুস্থ, দরিদ্র ও কর্মহীন পরিবারের পাশে ঈদ উপহার নিয়ে দাঁড়ালো ‘হাত বাড়াও’ নামে একটি সামাজিক সংগঠন।

শুক্রবার সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রিশালের নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রিশালের পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে আতপ চাল, সেমাই, নুডলস, চিনি, চিপস, স্যালাইন, সাবান, শ্যাম্পুসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার তরিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ূন কবির আকন্দ, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, হাত বাড়াও এর প্রধান সম্পাদক ওয়াসিম বিল্লাহ নাবিল, স্বাস্থ্য সম্পাদক মারুফ হোসেন, অর্থ সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক মেহেদী হাসান শান্ত, উপদেষ্টা সুফল আহমেদ, অস্ট্রিয়া প্রবাসী দিদার ব্যাপারী, শিক্ষা সম্পাদক শাকিল আহমেদ।

উল্লেখ্য ২০১৬ সাল থেকে রক্তদান, বন্যার্তদের সহায়তাসহ বিভিন্নভাবে ময়মনসিংহে কাজ করে যাচ্ছে হাত বাড়াও নামে এই সংগঠনটি।

(ঢাকাটাইমস/২২মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :