পৌর কর্মীদের বেতনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ

প্রকাশ | ২২ মে ২০২০, ২০:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা দিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

শুক্রবার স্থানীয় সরকার বিভাগ থেকে বিষয়টি জানানো হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত অফিস আদেশে (জিও) বিভিন্ন শ্রেণির ৩২৭টি পৌরসভার অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কোভিট-১৯ পরিস্থিতির কারণে দেশের পৌরসভার নিয়মিত রাজস্ব আয় কমে যাওয়ায় প্রধানমন্ত্রীর সদয় হয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ২৫ কোটি টাকার অনুদান মঞ্জুর করেন করেছেন বলে আদেশে বলা হয়েছে।

ইতিপূর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়টি তুলে ধরার পরিপ্রেক্ষিতে এই অনুদান মঞ্জুর হলো।

(ঢাকাটাইমস/২২মে/কারই/জেবি)