জামালপুরে এক হাজার পরিবারকে বিজিবির খাদ্য সহায়তা

প্রকাশ | ২২ মে ২০২০, ২২:৩০

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়ানের ব্যবস্থাপনায় করোনায় কর্মহীন এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শহরের বাণিয়াবাজার হাই স্কুল মাঠে ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আনিছুর রহমান খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ করেন।

এসময় বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ ও জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুর আলম মণি উপস্থিত ছিলেন।

বিজিবি জামালপুর ৩৫ বিজির আওতাধীন বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও কুড়িগ্রাম জেলার রাজিবপর ও রৌমারী উপজেলার ১৫ বিপিও এলাকায় করোনায় কর্মহীন দরিদ্র এক হাজার মানুষের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল আটা ও লবণ। বিজিবি মাধ্যমে বিদ্যানন্দ ফাউডেশন এই খাদ্য সহায়তা দেয়া হয়।

ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আনিছুর রহমান বলেন, তাদের এই খাদ্য সহাযতা কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২২মে/এলএ)