ঠাকুরগাঁওয়ে অসহায়দের পাশে কয়েকজন তরুণ সাংবাদিক

প্রকাশ | ২২ মে ২০২০, ২৩:০২

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

রাত ১১টা। অন্ধকার চারদিক। ঠিক এমনি সময়ে সমাজের দরিদ্র-অসহায়দের বাসায় গিয়ে দরজা নক করছেন একদল তরুণ। বাসার ভেতর থেকে আওয়াজ আসছে কে? জবাবে আসছে আমরা সাংবাদিক একটু বেরিয়ে আসুন। দরজায় আসা মাত্র হাতে তুলে দেয়া হচ্ছে ঈদের একটি উপহার।

ঠিক এমনিভাবে রাতে বৃষ্টিতে ভিজে ঠাকুরগাঁও জেলার কয়েকজন তরুণ সাংবাদিকের উদ্যোগে পৌর এলাকা  সহ সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে ১০০টি পরিবারের মাঝে পৌঁছে দিয়েছে ঈদ উপহারসামগ্রী।

উপহারের প্যাকেটে ছিল: ৫ কেজি চাল, ৫শ গ্রাম সয়াবিন তেল, ২৫০ গ্রাম ডাল, ৫শ গ্রাম লবণ, ৫শ গ্রাম সেমাই, ৫শ গ্রাম চিনি, ১টি জীবাণুনাশক সাবান ও ১টি মাস্ক।

জানা যায়, অনলাইন টেলিভিশন ঠাকুরগাঁও জার্নালের পরিচালক ঠাকুরগাঁওয়ের তরুণ সাংবাদিক শাকিল আহমেদ, জার্নলের সদস্য সাংবাদিক নাহিদ রেজা, ওয়াদুদ হোসেন, সোহেল রানা, আব্দুল আউয়াল, জুনাইদ কবির, জাহিদ হাসান মিলু, জুয়েল ইসলাম শান্ত, আসিফ জামান মিলে সিদ্ধান্ত নেন- করোনাভাইরাসে অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য। এ লক্ষ্যে গত ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত শহরের কলেজপাড়া, হাজীপাড়া, গোবিন্দনগর, আশ্রমপাড়া, মাস্টারপাড়া, মুসলিমনগর, কালিবাড়ি, গোয়ালপাড়া, ঠাকুরগাঁও রোড ও সদরের সালন্দর, আকচা, মোহাম্মদপুর, বালিয়া, গড়েয়া, বেগুনবড়ি, নারগুন, জগন্নাথপুর ইউনিয়নে ঈদ উপহার দেয়া হয়।

(ঢাকাটাইমস/২২মে/এলএ)