টঙ্গীতে কিন্ডারগার্ডেন শিক্ষকদের পাশে যুবলীগ নেতা রাসেল সরকার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০২০, ২৩:১৯

গাজীপুরের টঙ্গীতে বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুলের ১০০ শিক্ষক-শিক্ষিকার মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে টঙ্গীর জামাই বাজার ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ঈদ উপহার বিতরণ করা হয়। গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান রাসেল সরকারের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন ঊষার আলো ক্রীড়া ও সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

উষার আলো ক্রীড়া ও সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হুদা জানান, করোনা পরিস্থিতিতে কিন্ডারগার্ডেন স্কুলগুলো বন্ধ থাকায় আর্থিক সঙ্কটে পড়েছেন টঙ্গীর কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা। এই অবস্থায় গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান রাসেল সরকারের পক্ষ থেকে ঊষার আলোর স্বেচ্ছাসেবীরা এই প্রথম টঙ্গীতে কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রথম ধাপে ১০০ শিক্ষক-শিক্ষিকার হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঊষার আলোর উপদেষ্টা ওমর ফারুক লাবু, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা সোহেল রানা, টঙ্গীস্থ কিন্ডারগার্ডেন স্কুল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি শাহাবুদ্দীন, ছাত্রলীগ নেতা এবি সিদ্দিক প্রমুখ।

(ঢাকাটাইমস/২২মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :