চেন্নাইতে খেললে ক্যারিয়ার জীবন্ত হয়ে ওঠে: ব্র্যাভো

প্রকাশ | ২৩ মে ২০২০, ০০:৩০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

চেন্নাই সুপার কিংস (সিএসকে)-তে এলে একজন ক্রিকেটারের ক্যারিয়ার আবার জীবন্ত হয়ে ওঠে। তাঁর ক্যারিয়ার গ্রাফ ভাল হতে থাকে আগের থেকেও। সিএসকে-র ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্রাভোর দাবি এমনটাই। একজন ক্রিকেটারের এই বাড়বাড়ন্তের পিছনে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনিই সিএসকে-র সাজঘরের পরিবেশ এমন করে দেন যার ফলে সবাই নিজের সেরাটা দিয়ে থাকেন। ধোনির নেতৃত্বে ব্রাভো খেলছেন সেই ২০১১ সাল থেকে।

সিএসকে-তে বিভিন্ন সময়ে খেলেছেন তারকা ক্রিকেটাররা। নিজেদের দেশকেও তাঁরা নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ধোনি যেন সবার থেকে আলাদা। ডোয়েন ব্রাভো বলছেন, ‘সিএসকে দলে ফ্যাফ দু প্লেসি, আমি, ব্রেন্ডন ম্যাককালাম, মাইক হাসি খেলেছি। কিন্তু ধোনি সবার থেকে নিজেকে আলাদা করে রেখেছে। ধোনি সবাইকেই বলে থাকে, তোমরা ভাল বলেই এখানে এসেছ। কারও কাছে নিজেদের আর প্রমাণ দেওয়ার দরকার নেই।’

আইপিএল-এ ধোনির দলের জার্সি পরলেই সংশ্লিষ্ট ক্রিকেটারের ক্যারিয়ার বদলে যায়। ব্রাভো বলছেন, ‘সিএসকে-তে এলেই একজন ক্রিকেটারের কেরিয়ার জীবন ফিরে পায়। শেন ওয়াটসন, অম্বাতি রায়ুডুর কথাই ধরা যাক না। প্রত্যেকের ক্যারিয়ার গ্রাফ আগের থেকেও ভাল হয়েছে।’

আর প্রতিটি ক্রিকেটারের ক্যারিয়ার গ্রাফ ভাল হওয়ার পিছনে রয়েছেন এমএস। ব্রাভোর মতে, ধোনি কারও উপরে চাপ প্রয়োগ করেন না। তাঁর দরজা সব সময়ে সবার জন্য খোলা। নিজের সুপারস্টার ভাবমূর্তি দূরে সরিয়ে মাঠে নামেন। সেই কারণেই সিএসকে-র সাজঘর সবার এত পছন্দের।

(ঢাকাটাইমস/২৩ মে/এসইউএল)