এবার ঈদে শুধুই প্রার্থনা: জয়া

প্রকাশ | ২৩ মে ২০২০, ১২:৫০

বিনোদন প্রতিবেদক

যে চাঁদের জন্য প্রতি বছর প্রতীক্ষায় থাকে মুসলীম ধর্মাবলম্বীরা, তাকে কি এবার খুশির ঈদের চাঁদ বলে ডাকা যাবে? একে তো দুই মাস ধরে করোনার উপদ্রব, তারপর আবার তান্ডব চালিয়ে গেল ঘূর্ণিঝড় আম্পান। তাই অন্য সবার মতো দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের গলায়ও তীব্র চিন্তা।

ভক্তদের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে সোশ্যাল মিডিয়ায় গত বছরও জমকালো সাজের নানা ছবি পোস্ট করেছিলেন ‘গেরিলা’ খ্যাত এই নায়িকা। কিন্তু এ বছরের চিত্র পুরোপুরিই ভিন্ন হবে বলে জানিয়েছেন জয়া।

অভিনেত্রী জানান, ‘ঈদ আমাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। ঈদের সময়টা ব্যবসায়ীদের উপার্জনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই সামান্য কমানো হয়েছে লকডাউনের কড়াকড়ি। একেবারে যতটুকু না কমালেই নয়। কিন্তু এবার ঈদ ঘিরে উৎসবের মেজাজে ভাটা। করোনা তো আছেই, তার সঙ্গে আবার মড়ার ওপর খাঁড়ার ঘা আম্পন।’

জয়া বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পনে বাংলাদেশে পশ্চিমবঙ্গের মতো ভয়ংকর অবস্থা না হলেও এখানে উপকূলবর্তী মানুষেরা সারা বছরই সাইক্লোনের সঙ্গে লড়াই করেন। তাই এবার ঈদে শুধুই প্রার্থনা। করোনা, জরা, ব্যাধি সবকিছু যেন দূর হয়ে যায়। এই প্রার্থনা করব বাড়িতে বসেই। কোনও অতিথিকেই এবার দাওয়াত করিনি।’

ঢাকাটাইমস/২৩মে/এএইচ