মসজিদের ইমামদের ঈদ উপহার বিতরণ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০২০, ১৬:৪৯

কিশোরগঞ্জের বাজিতপুরে পিরিজপুর ইউনিয়নের ২৪টি গ্রামের ২৬টি মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ‘শহীদ মোবারক হোসেন স্মৃতি সংসদ’এসব উপহার বিতরণ করে। এ উপলক্ষ্যে শনিবার সকালে ইউনিয়নের গোথালিয়া জামে মসজিদ প্রাঙ্গণে করোনা থেকে দেশবাসীর মুক্তি, শহীদ মোবারক হোসেনসহ সব কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন পাঠের আয়োজন করা হয়।

মোনাজাত শেষে ২৬ জন ইমামকে ঈদ উপহার হিসেবে লুঙ্গি ও ইফতার দেয়া হয়। বিতরণকালে শহীদ মোবারক হোসেন স্মৃতি সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, শহীদ মোবারক হোসেন এ এলাকার প্রতিবন্ধী শিশু শিক্ষা অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছেন। তার মতো একজন বিনয়ী, পরোপকারী এবং শিক্ষানুরাগী মানুষের আত্মত্যাগের কথা এলাকাবাসী আজীবন স্মরণ রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ইমরান উদ্দিন ভূঁইয়া, গোথালিয়া জামে মসজিদের সভাপতি ফরিদ উদ্দিন ভূঁইয়া, বাজিতপুর পাইলট স্কুলের সাবেক শিক্ষক আবুল কাসেম ভূঁইয়া, নিলকী মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মিজাজ উদ্দিন আহম্মেদ, মসজিদ কমিটির সদস্য মোছা ভূইঁয়া, হুমায়ুন কবির, মো. হাবিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :