দেড়শ পরিবারের পাশে ‘করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক’

প্রকাশ | ২৩ মে ২০২০, ২১:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঈদুল ফিতরের উপহার হিসেবে দেড়শ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক’।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা এবং মহাখালী এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনটি জানায়, প্রতিটি পরিবারকে দুই সপ্তাহের চাহিদা উপযোগী নিত্যপ্রয়োজনীয় দেয়া হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১২ কেজি করে চাল, দুই কেজি ডাল, এক প্যাকেট লবণ, এক কেজি চিনি, দুই লিটার তেল, চার কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক প্যাকেট গুঁড়া দুধ, দুই প্যাকেট সেমাই, একটি সাবান এবং এক প্যাকেট (৫০০ গ্রাম) ডিটারজেন্ট।

সংগঠনটির সমন্বয়ক আলিমুল কবীর বলেন, ‘এবারের ঈদ একেবারেই একটা ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে। নিম্ন আয়ের মানুষ করোনা পরিস্থিতির কারণে চরম সংকটে আছেন। আমরা সমাজের বিবেকবান-সংবেদনশীল মানুষের সহায়তায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অনেকেই দান করেছেন জাকাত। কেউ কেউ ঈদে নতুন পোশাক না কিনে সেই টাকা দান করেছেন বিপন্ন মানুষজনের সহায়তায়। ঈদের দিন এবং পরবর্তী কিছুদিন অন্তত মানুষের ঘরে যেন ন্যূনতম খাবারটুকু থাকে সেই উদ্দেশ্যেই এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।’

তিনি আরও বলেন, ‘পুরো রমজান মাসজুড়েই করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক ইফতার এবং খাদ্য সামগ্রী বিরতনের মাধ্যমে বিপন্ন মানুষজনের পাশে থাকার চেষ্টা করেছে। প্রতিদিনই সাহায্যকামী মানুষের সংখ্যা বাড়ছে। এরকম পরিস্থিতিতে যাদের সামর্থ্য আছে তারা অসহায় মানুষের পাশে দাঁড়ালে হয়তো আরও কিছু মানুষের মুখে হাসি ফোটানো যাবে।’

আলিমুল কবীরের তত্ত্বাবধানে এবং সহ-সমন্বয়ক সামসুজ্জামান রিটন ও সমন্বয়ক টিমের সদস্য তৌফিক হাসানের সহযোগিতায় কার্যক্রমটি পালিত হয়েছে বলে জানায় সংগঠনটি। এছাড়া ঢাকার বাইরে নেত্রকোনা এবং কিশোরগঞ্জেও ঈদ উপলক্ষে জরুরি খাদ্যসামগ্রী বিতরণের কাজ চলছে বলে জানান সমন্বয়ক টিমের সদস্য তৌফিক হাসান।

(ঢাকাটাইমস/২৩মে/কারই/জেবি)