হোম কোয়ারান্টাইনে থাকাদের পাশে মন্ত্রীপুত্র

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০২০, ২২:০২

করোনাভাইরাস দুর্যোগে শুরু থেকেই অসহায় মানুষদের পাশে রয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এবার ঈদুল ফিতর উপলক্ষে আদিতমারী ও কালীগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষজনের পাশে ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ।

শনিবার দিনব্যাপী আদিতমারি উপজেলায় পুলিশ ভ্যানে করে করোনা আক্রান্ত হোম কোয়ারেন্টাইনে থাকা এসকল মানুষজনের বাড়িতে ঈদ উপহারসামগ্রী পৌঁছে দেন।

এ ব্যাপারে কাশীরাম মনিহারি গ্রামের করোনায় আক্রান্ত রুপালি বেগম বলেন, সামনে ঈদ তাই দুশ্চিন্তায় ছিলাম ঈদের দিনে ভাল-মন্দ কিছু খেতে পারব কিনা। কিন্তু হামার রাকিব বাবা হামার জন্য পোলাওয়ের চাল, মুরগি, সেমাই, চিনি, ডাল, লবণ, তৈল, আরো মেলা ফলমূল পাঠে দিয়েছে আল্লাহ ওক দুধ ভাত খাওয়াক।

আদিতমারীতে ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর আরেফিন প্রধান, আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম, স্বাস্থ্য পরিদর্শক মাহবুব আলম। একই দিনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে পুলিশ ভ্যানে করে করোনা আক্রান্ত কালীগঞ্জ উপজেলার মানুষজনের বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন।

কালীগঞ্জে বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গাসহ আরো অনেকে।

মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ মোবাইল ফোনে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের জীবন ও জীবিকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছেন। করোনার কারণে এবার ঈদের আনন্দ নেই কারো মনে। বরাবর আমরা যেভাবে ঈদ উদযাপন করি, এবার তেমনটা হচ্ছে না। করোনার কালো অধ্যায়ে তাই হোম কোয়ারেন্টাইন থাকা মানুষজনের ঈদ আনন্দকে রাঙিয়ে তুলতে আমার পক্ষ থেকে এই সামান্য ঈদ উপহার। তিনি সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকতে চান সবসময়।

তিনি আরোও বলেন, এই দেশকে করোনাভাইরাসের ঝুঁকি থেকে বাঁচানোর জন্য আমরা সকলে সচেতন থাকি। করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। এবারের ঈদের আনন্দ বাইরে না ঘুরে নামাজ শেষে নিরাপদে বাসায় থাকি এবং নামাজে অবশ্যই মাস্ক পরে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে নামাজ আদায় করি এবং হ্যান্ড শেক ও কোলাকুলি থেকে বিরত থাকি।

প্রসঙ্গত, সমাজকল্যাণ মন্ত্রী তার ব্যক্তিগত উদ্যোগে দুই উপজেলার ১১ হাজার অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

(ঢাকাটাইমস/২৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :