দুর্দিনে ১২ হাজার মানুষকে এসএসসি ২০০০ ব্যাচের সহায়তা

প্রকাশ | ২৩ মে ২০২০, ২২:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনার দুর্যোগ আর রমজান উপলক্ষে দেশের ৪০ জেলার ১২ হাজার মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিল এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে সারাদেশের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা একযোগে দেশের এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়ায়।

গত দুই মাসে তারা সাত হাজার মানুষকে একবেলা খাবার ও ১২ হাজার মানুষকে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, দুধ, চিনি, সেমাই, সাবানসহ নগদ অর্থ দান করেন।

ঢাকা, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, ফেনী, গাজীপুর, রাজশাহী, কুমিল্লা, চাঁদপুরসহ দেশের ৪০টি জেলায় তারা খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি নগদ দুই লাখ টাকা বিতরণ করেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশের সদস্যদের জন্য এন ৯৫ মাস্ক উপহার দেয়া হয়।

এই গ্রুপের সদস্যরা জানান, তাদের কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে পড়বে। ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে সমাজ সেবায় অংশগ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন তারা।

(ঢাকাটাইমস/২৩মে/টিএ/জেবি)