রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০২০, ২২:২৩

ঝালকাঠির রাজাপুরে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা ও মোটরসাইকেল চালানোর অপরাধে ১৩ জনকে ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর, বাইপাস মোড়, গালুয়া বাজার, বাগড়ি এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

দণ্ডপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে ৫০০ টাকা, রুবেল হোসেনকে ১ হাজার টাকা, মামুন হোসেনকে ২ হাজার টাকা, আলতাফ হাওলাদারকে ১ হাজার টাকা, আব্দুর রহমানকে ১ হাজার টাকা, মাহবুব আলমকে ১ হাজার টাকা, হাদিকে ৫ শত টাকা, ছাব্বিরকে ৫০০ টাকা, আব্দুল জলিল হাওলাদারকে ৩ হাজার টাকা, মোস্তাফাকে ৫ হাজার টাকা, শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা, মাহফুজকে ৫ হাজার টাকা, মুসাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহাগ হাওলাদার জানান, সরকারি নির্দেশ অমান্য করায় ১৩ জনকে ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কাজে লিপ্ত হবে না এই মর্মে তাদের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :