ঢাবিতে আর্থিক সহায়তা দেবেন মাশরাফি

প্রকাশ | ২৩ মে ২০২০, ২৩:০২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

করোনা মোকাবেলায় এগিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। করোনার কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য সম্প্রতি নিজের প্রিয় ব্রেসলেটটি নিলামে ৪২ লাখ টাকায় বিক্রি করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আর এই ব্রেসলেট বিক্রির একটি অংশ ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিমের লাইভ অনুষ্ঠানে যোগ দেন মাশরাফি বিন মর্তুজা। এসময় তিনি এই ঘোষণা দেন।

মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ২৫ লাখ টাকা নড়াইলে এবং ১৫ লাখ টাকা নড়াইলের বাইরে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটনের ভিতরে ৮০ জনের মতো কোচ আছে যারা এখন উপার্জন করতে পারছে না। তাদেরকে আমি সহায়তা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অংশ দেব। তাছাড়া প্লাজমা সংগ্রহের জন্য যারা কাজ করছে ওখানে একটা অংশ দেব। এখনো হিসাব নিকাশ করছি। দেখি চেষ্টা করব যত বেশি মানুষকে সহায়তা করা যায়।’

(ঢাকাটাইমস/২৩ মার্চ/এসইউএল)