ঠাকুরগাঁওয়ে মসজিদে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০২০, ২৩:০৮

প্রধানমন্ত্রীর ঘোষণা মতে ঠাকুরগাঁওয়ে এক হাজার ১৪০টি মসজিদে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার উপ-পরিচালক মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

ঠাকুরগাঁও সদর উপজেলার এক হাজার ১৪০টি মসজিদের ইমাম ও পরিচালনা কমিটির নেতাদের হাতে মাথাপিছু পাঁচ হাজার টাকার চেক দেয়া হয়।

এর আগে শুক্রবার ঠাকুরগাঁও পৌরসভার ৮০টি মসজিদকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পাঁচ হাজার টাকা করে ইমামদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলায় মোট মসজিদ রয়েছে তিন হাজার ৩৫৩টি। মাথাপিছু পাঁচ হাজার টাকা হিসেবে পুরো জেলায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে এক কোটি ৬৭ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হবে।

(ঢাকাটাইমস/২৩মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :