কারওয়ানবাজারে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশ | ২৩ মে ২০২০, ২৩:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে ১৭ কেজি গাঁজাসহ মো. রনি নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

র‌্যাব জানায়, শনিবার রাত ১০টা ২০ মিনিটে র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কারওয়ানবাজারের সিয়াম টাওয়ারের সামনে একজন মাদকদ্রব্য (গাঁজা) হেফাজতে রেখে বিক্রি করার জন্য অবস্থান করছে। এমন খবর পেয়ে র‌্যাব-২ এর ওই দলটি রাত পৌনে ১১টার দিকে ওই স্থানে উপস্থিত হয়ে রনিকে গ্রেপ্তার করে।

র‌্যাব-২ এর ওই সূত্রটি জানায়, গ্রেপ্তারকৃত রনিকে গাঁজার ব্যাপারে বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করেন। পরে তার দুই হাতে ধরে রাখা ব্যাগ তল্লাশি করে ছয়টি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে ১৭ কেজি গাঁজা পাওয়া যায়।

রনি জিজ্ঞাসাবাদে র‌্যাবকে  জানান, দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তিনি ময়মনসিংহ শহর থেকে গাঁজা কিনে আনতেন।

গ্রেপ্তারকৃত রনির বাড়ি ময়মনসিংহ কোতওয়ালী থানার দক্ষিণ দাপুনিয়া (প্রাইমারি স্কুলের পাশে)  গ্রামে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২৩মে/এএ/জেবি)