বগুড়ায় আরো ২৫ করোনা রোগী

প্রকাশ | ২৩ মে ২০২০, ২৩:৫৬

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ায় আরও ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। শনিবার রাত ৯টায় তিনি এ তথ্য জানান।

ডেপুটি সিভিল সার্জন জানান, বগুড়া সদরের ১২ জনের মধ্যে শহরের চাষী বাজারেরই এক মাছের আড়তে কর্মরত ১১ জন রয়েছেন। এছাড়া শাজাহানপুরে ৫ জন, শেরপুরে ৩ জন, গাবতলীতে ২ জন, কাহালু,  দুপচাচিয়া ও সোনাতলায় একজন করে আক্রান্ত রয়েছেন।

শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮৮ নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে বগুড়ার ১৬৩ নমুনার মধ্যে ২৫ জন পজিটিভ, জয়পুরহাটের ২৪টির মধ্যে ৪ জন পজিটিভ, সিরাজগঞ্জের একজন নেগেটিভ।

শনিবারের ২৫ জন আক্রান্ত হওয়ায় জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৬৮ জন আক্রান্ত হলেন। তবে এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন।

(ঢাকাটাইমস/২৩মে/এলএ)