বড়লেখায় ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত

প্রকাশ | ২৪ মে ২০২০, ০০:০৩

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে আরও  একজনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার ঢাকার ন্যাশনাল ল্যাবের পরীক্ষায় ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ। বয়স ৩০। তার বাড়ি বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বৃহত্তর লঘাটি গ্রামে। তিনি পূবালী ব্যাংক বড়লেখা শাখায় কর্মকর্ত।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস শনিবার রাত ১০টা দিকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার দাসেরবাজার ইউনিয়নের বৃহত্তর লঘাটি গ্রামের এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তবে আক্রান্ত ব্যক্তির শরীরে উপসর্গ নেই। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮। এদের মধ্যে থেকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।

(ঢাকাটাইমস/২৩মে/এলএ)