‘এক ক্রিকেটারের ভক্ত বলে অন্য ক্রিকেটারকে গালি দেবেন না’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০২০, ০০:৪৬ | প্রকাশিত : ২৪ মে ২০২০, ০০:৪১

বাংলাদেশের তারকা ক্রিকেটারদের সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মে অনেকগুলো গ্রুপ আছে। যেমন: মাশরাফির ফ্যানদের আলাদা গ্রুপ, তামিমের ফ্যানদের আলাদা গ্রুপ, সাকিবের ফ্যানদের আলাদা গ্রুপ, রিয়াদের ফ্যানদের আলাদা গ্রুপ ইত্যাদি।

অনেক সময় দেখা যায়, যারা সাকিবকে পছন্দ করেন তারা মাশরাফিকে বা মাশরাফির সমর্থকদের গালি দেন। আবার যারা তামিমকে সমর্থন করেন তারা মুশফিককে বা মুশফিকের সমর্থকদের গালি দেন। এমন সংস্কৃতি থেকে সকলকে বিরত থাকার অনুরোধ করেছেন মাশরাফি, তামিম, মুশফিক ও মাশরাফি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিমের লাইভ অনুষ্ঠানে যোগ দেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এসময় এই চার ক্রিকেটারই এই বিষয়ে কথা বলেন।

তাদের সবার একটাই কথা, ‘ক্রিকেটার হিসাবে আপনাদের একজনকে ভালো লাগতেই পারে। কিন্তু আপনি একজনকে পছন্দ করেন বলে আরেকজনকে গালি দেবেন তা তো হয় না। আমরা সবাই বাংলাদেশ দলের জন্য খেলি। কখনো সফল হই, কখনো হই না। আমরা সবাই চেষ্টা করি দলকে জেতানোর। সবার কাছে একটাই অনুরোধ, আপনারা ক্রিকেটারদের নিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করবেন না। একজনকে সমর্থন করেন বলে অন্য কোনো ক্রিকেটারকে গালি দেবেন না।’

গত ২ মে লাইভ অনুষ্ঠান শুরু করেন তামিম ইকবাল। দেশি-বিদেশি অনেক অতিথিকে নিয়ে তিনি অনুষ্ঠান করেছেন। শনিবার মাশরাফি, মুশফিক ও রিয়াদকে নিয়ে শেষ অনুষ্ঠানটি করেছেন তামিম।

(ঢাকাটাইমস/২৪ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :