এবারের ঈদ

প্রকাশ | ২৪ মে ২০২০, ০৯:৩৪

ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র ঈদের কবিতা

এবারের ঈদ  হবে ভিন্ন ধরন,
মিলনে ব্যগ্র বেশি, কম আলিঙ্গন।
সে কোলাকুলিও পাবে শুধু পরিজন,
থাকবেনা প্রাণ খোলা ভারি আয়োজন।

তেমনি তো ঈদ; যেমন যাপিত জীবন,
মেলামেশা ধরা ছোঁয়া পুরোই বারন।
পরিবারে আছে যারা একান্ত স্বজন,
ঘরে ঘরে গড়ে নেবে আনন্দ সদন।

ঈদের খুশিতে নেই সেই ধুমধাম,
নেই কোনো কেনাকাটা ঈদের আগাম।
নতুন পোশাক কেনার নেই বাহাদুরি,
না পাওয়ার খেদে নেই কোন আহাজারি।

ঈদ নিয়ে মাতামাতি নেই কোলাহল,
খুশির ধারায় মারী কোভিডের আগল।
আনন্দ বাজারে এমন নামিয়াছে ধস,
ঈদ এলে, ঈদ যাবে নীরব নীরস।

পিরনি পায়েশ কিবা শিরনি সেমাই,
সে সবের নেই যেনো কোনই বালাই।
পোলাও কোর্মা কোপ্তা কালিয়া বিরানি,
বহুদিন পর পেলো দীর্ঘ জিরানি।

মানুষকে মানুষ থেকে রাখতে তফাত,
ঈদগাহ বা মসজিদে হবে না জামাত,
যে যার সাধ্য মতো সাজগোজ করে,
ঈদের নামাজ সাড়ো যার যার ঘরে।

সঙ্গ নিরোধে থাকা বন্দি জীবন,
কম বেশি সকলেরই বিষম পীড়ন।
খেটে খাওয়া মানুষের কতো দুর্দশা!
বিত্তবানেরা হবে তাদের ভরসা।

এখন যাদের নেই কর্ম  চাকুরি,
তাদের পকেটে নেই ফুঁটো কানাকড়ি।
প্রতিবেশি যারা আছে সামর্থবান,
তাদের খাদ্য  দিয়ে বাঁচালেই প্রাণ-
ঈদের খুশির চেয়ে বেশি তার দাম,
তুচ্ছ সোনার খনি, ধনের গুদাম।

ঈদের চাঁদের খেয়ায় হোক পারাপার,
বিধাতার দয়া আর দরদ অপার।
মারী ও মড়ক থেকে করো উদ্ধার,
তোমার আশিস ঢালো অশেষ কৃপার।

করোনা কেড়েছে সবার স্বস্তির নিদ,
প্রাণে বাঁচাটাই যেনো এবারের ঈদ।