ঘরের ঈদ হয়ে উঠুক আনন্দময়

রোজেন আহমেদ
 | প্রকাশিত : ২৪ মে ২০২০, ১০:০৪

পৃথিবীতে কোনো মহামারি স্থায়ীভাবে থাকেনি এবং থাকবে ও না ৷ বলা হচ্ছে প্রতি ১০০ বছর পর পর মহামারি দেখা দিতে পারে পুরো পৃথিবী জুড়ে তেমনি বর্তমানে কোভিড-১৯ " করোনাভাইরাস" মহামারি চলছে, পৃথিবী আজ অসহায় হয়ে পড়েছে, পড়ছে জন জীবনে কষ্টের ছায়া ৷

আজ আমরা অসহায় একটি মাত্র অদূশ্য ভাইরাসের কাছে , আমরা মহান আল্লাহ্‌র নিকট বেশি বেশি প্রার্থনা করব। আমরা যেনো এই সংকট কেঁটে উঠতে পারি ৷

করোনা এত জটিল ভাইরাস না। এটা পৃথিবীতে নতুন হওয়ার কারণে মেডিসিন শৃন্য তাই জটিল একটা সময় পার করছি অমরা৷ একটা সময় আসবে কারো করোনা হলে ওই ওষুধের দোকানে গিয়ে আপনি বলবেন নাপা, গ্যাষ্টিক এর ওষুধের মতো নরমালি খাবেন, শেষ ৷

কিন্তু এখনো তো মেডিসিন নেই আপনি আমি কেন সচেতন থাকতে পারছি না ৷ বলা হচ্ছে ঘরে থাকুন, সেভ থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। তাহলে আমরা লুঙ্গি পরা জাতি কেন বুঝতেছি না। নিজের ভালোটা আমরা বিপরীত কেন ?

আগামীকাল মুসলিম জাতির সব চেয়ে বড় উৎসব। এবারই প্রথম আমরা ঈদের সালাত ঘরে পড়ব, ঘরে থাকব, ঘরে আনন্দ করব৷ ঘরে হয়ে উঠুক ঈদের আনন্দে আনন্দময় ৷

ইতিহাসে পাতায় এবারের ঈদের কথা যুগ যুগ ধরে লেখা থাকবে৷ ঘরে থাকুন, ঘরে আনন্দ করুন ৷ সবাই কে "ঈদ মোবারক”

লেখকঃ শিক্ষার্থী ও মিডিয়াকর্মী

ঢাকাটাইমস/২৪মে/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :