‘পাঙ্কু মাস্টার’ মীর সাব্বির

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ২৪ মে ২০২০, ১২:৫৮

একটি মেয়ের ভালোবাসার টানে, তাকে পড়ানোর উদ্দেশ্যে গ্রামে যান পানু মাস্টার। কিন্তু সেখানে যাওয়ার পরই তাকে নিয়ে শুরু হয় নানা জটিলতা। করোনার কারণে বিপাকে পড়ে যান তিনি। কারণ ওই গ্রামে যেই অসুস্থ হয়, তার জন্য পানু মাস্টারকে দায়ী করা হয়। তাতে হাল ছাড়েন না পানু। বরং তিনি সচেতনতা বৃদ্ধির জন্য কাজ শুরু করেন।

নিজেকে অতিমাত্রার উচ্চশিক্ষিত বলে দাবি করেন পানু মাস্টার। করোনা সম্পর্কে তিনি গ্রামের মানুষকে নানা রকম পরামর্শ দিতে থাকেন। যার কারণে গ্রামের মানুষের কাছে তিনি পাঙ্কু মাস্টার হিসেবে পরিচিত হয়ে ওঠেন। কিন্তু একসময় পাঙ্কু মাস্টারের কারসাজি ধরা পড়ে যায় গ্রামের মানুষের কাছে। সেখান থেকে শুরু হয় আরেক গল্প।

কী সেই গল্প, তা দেখতে চোখ রাখতে হবে নাগরিক টিভির পর্দায়। কারণ এটি বাস্তব জীবনের কোনো গল্প নয়, টিভির পর্দার। এমন গল্প নিয়ে ‘পাঙ্কু মাস্টার’ নামে একটি নাটক নির্মাণ করেছেন নাট্য নির্মাতা সোহাগ কাজী। যেখানে ‘পাঙ্কু মাস্টার’-এর ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির।

নাটকটি প্রসঙ্গে নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান বলেন, ‘আমরা ১৭ মার্চ থেকে এই নাটকটির শুটিং করেছি। গল্পটি করোনাভাইরাসের সচেতনতার ওপরে। আমরা চেয়েছি বিনোদনের মাধ্যমে এই ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে।’

‘পাঙ্কু মাস্টার’ নাটকটিতে মীর সাব্বির ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত জাহান পাপিয়া, তারেক স্বপন, বিনয়ভদ্র, শফিক খান দিলসহ অনেকে। নাটকটি নাগরিক টিভিতে দেখানো হবে ঈদের দিন থেকে প্রতিদিন ১০টা ১০ মিনিটে।

ঢাকাটাইমস/২৪মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞায় পরিচালকদের তীব্র ক্ষোভ

নির্বাচনে পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী

বাসার কেয়ারটেকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্মাতা হিরণ

শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

‘লিপস্টিক’ ছবিটি দর্শকের মন জয় করবে: পূজা চেরি

এই বিভাগের সব খবর

শিরোনাম :