‘ঘূর্ণিঝড়ে আমাদের সব উলট-পালট করে দিয়েছে’

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০২০, ১৩:০৩

পটুয়াখালীর কলাপাড়ায় উৎপাদিত সবজি পুরো উপজেলার চাহিদা পূরণ করে পাশ্ববর্তী উপজেলাগুলোর চাহিদাও মিটিয়ে থাকে। প্রতিবছরের মত এবছরও এখানকার চাষিরা প্রায় ৩০০ একর জমিতে সবজি চাষ করেছেন। কিন্তু ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে ৮টি গ্রামের সবজি চাষিদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় চাষিরা। এতে তারা দিশেহারা হয়ে পড়েছে।

কুমিরমারা গ্রামের সবজিচাষী জাকির হোসেন বলেন, ‘গ্রামের বেশিরভাগই আমরা বারো মাস বিভিন্ন ধরনের সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে থাকি। ঘূর্ণিঝড়ে আমাদের সব কিছু উলট-পালট করে দিয়েছে।’

তিনিসহ অন্যান্য সবজি চাষিরা এ ক্ষতিপূরণে বিনা শর্তে সুদমুক্ত ঋণের বিষয়ে সরকারের সহায়তা কামনা করেন।

সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের কুমিরমারা, মজিদপুর, পূর্ব সোনাতলা, এলেমপুর, গামুরতলা, নাওয়াভাঙ্গা, গুডাবাছা ও ফরিদগঞ্জ এ ৮টি গ্রামে উৎপাদিত সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষকরা জানান, ঘূর্ণিঝড়ে যেসব সবজি নষ্ট হয়েছে তা প্রায় দেড় কোটি টাকায় বিক্রি করা যেত।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পানে কৃষকদের যে ক্ষতি হয়েছে, তার জন্য সরকার ভর্তুকির ঘোষণা দিয়েছে। তবে আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে প্রকৃত ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।’

ঢাকাটাইমস/২৪মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :