করোনার কিছু জানা অজানা তথ্য

মো. নুরুদ্দিন
 | প্রকাশিত : ২৪ মে ২০২০, ১৪:১৪
মো. নুরুদ্দিন

কিছুদিন পর পর বিভিন্ন জন ফোন করে কিংবা সরাসরি জিজ্ঞেস করে এই ওষুধ টা নাকি করনা ভাল করে। অমুক জন বলেছে, অমুক পেপারে লিখেছে, অমুক রিসার্চ এ পেয়েছে। কিছু স্টক করে রাখব নাকি? পরে যদি না পাই। খাওয়া শুরু করব নাকি যেন ভবিষ্যৎ এ করোনা না হয়। তাদের জন্য মুলত এই পোস্ট।

১. অক্সিজেন ও হেপারিন ছাড়া করোনা চিকিৎসায় প্রমানিত ওষুধ এখন পর্যন্ত আর একটিও নেই। যেগুলো দেওয়া হচ্ছে তা রোগীর প্রতি শুভকামনা থেকে দেওয়া হচ্ছে। পরবর্তীতে এগুলো কার্যকর হিসাবে টিকে থাকবে তার গ্যারান্টি নাই।

২. Ivermectin মানবদেহের বাইরে করোনার সংখ্যা কমায়। দেহের ভিতরে আসলেই কাজ করে কিনা তা এখনো প্রমানিত না। দেহের বাইরের করোনা মানবদেহের সংস্পর্শ না পেলে এমনিতেই মরে যায়।

৩. মশা, মাছি বা অন্য কোন জীব প্রাণী দ্বারা করোনা ছড়ায় না। পৃথিবীতে শুধু একটিমাত্র প্রাণী মানুষ থেকে দূরে থাকলেই হবে।

৪. শরীরে ব্লিচ বা অন্যকোনো জীবানুনাশক স্প্রে করোনা ঠেকানোয় কোনো কাজে আসেনা। বরং এটি বিপজ্জনক হতে পারে।

৫. অ্যালকোহল বা ব্লিচ পান করে করোনা প্রতিরোধ করা যায় না, বরং এটি মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

৬. পরিবেশ উঞ্চ বা আদ্র, শীতল না তুষারাবৃত তাতে করোনার কোনো কমবেশি হয়না।

৭. BCG vaccine এর সাথে করোনার কোনো ভালো খারাপ সম্পর্ক এখনো প্রমানিত হয়নি।

৮. সূর্যস্নানে অন্য অনেক উপকার আছে তবে করোনা নিরোধ হয়না।

৯. Hand dryer এ করোনা মরেনা। শুধুমাত্র সাবান এবং আ্যলকোহল স্যানিটাইজারই একমাত্র কার্যকর।

১০. থার্মাল স্ক্যানার দিয়ে জ্বর মাপা হয়, করোনা সংক্রমণ নয়।

১১. ঘনঘন গলা গড়গড়ায় করোনার কিছু আসে যায় না।

১২. নিউমোনিয়ার প্রচলিত ভ্যাকসিন করোনায় কোন কাজ করেনা

১৩. করোনা বয়স্কদের বেশি হয় এটি মিথ্যা। এটি যুবক-তরুণ-বয়স্ক সবাইকেই সমান সংক্রমিত করে। তবে বয়স্কদের + তরুণ-তরুণীদের মধ্যে যাদের এজমা, ডায়াবেটিস, হার্টে সমস্যা ও অন্যকিছু রিস্ক ফ্যাক্টর আছে তাদের বেলায় এটি মারাত্মক হবার, আইসিইউর প্রয়োজন হবার, মৃত্যু হবার সম্ভাবনা বেশি থাকবে।

লেখক: চিকিৎসক, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম

ঢাকাটাইমস/২৪মে/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :