এবার দুস্থদের ঈদ উপহার দিলেন সেই ব্যবসায়ী

প্রকাশ | ২৪ মে ২০২০, ১৪:৩৪

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনা সংক্রমণ রোধে লকডাউনের শুরুতেই কর্মহীন দরিদ্রদের চাল, ডাল ও তেলের সঙ্গে ইলিশ মাছ দিয়ে সাড়া ফেলেছিলেন ফরিদপুরের আলিপুর মহল্লার ব্যবসায়ী সোহেল মিয়া মিঠু। এবার তিনি ঈদ উপহার হিসেবে দরিদ্রদের পোলাও চাল, তেল, সেমাই, চিনি ও গুড়ো দুধের সঙ্গে তাজা মুরগি দিয়েছেন।

রবিবার বেলা ১১টার দিকে জেলা সদরের আলিপুরে মোমিন টাওরাস্থ বাসভবনের সামনে দুই শতাধিক দরিদ্র পরিবারকে পোলাও চাল, ডাল, চিনি, দুই ধরণের সেমাই ও গুড়ো দুধের সঙ্গে একটি করে মুরগির দেন।

এসময় তার ছেলে তালহা জুবায়ের, মেয়ে ইশরাত জাহান তাইয়্যেবা উপস্থিত ছিলেন। সোহেল মিয়া মিঠু সাংবাদিকদের বলেন, ঈদের দিনে আমি পরিবার নিয়ে পোলাও-মাংস খাবো। আমার প্রতিবেশী দরিদ্র মানুষেরাও যাতে তেমনটি খেতে পারে তাই তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই সামান্য এই প্রচেষ্টা।