ফরিদপুরে আরও ২১ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ২৪ মে ২০২০, ১৫:৪২

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় মুক্তিযোদ্ধাসহ আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫১ জন।

শনিবার ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরে নতুন করে যে ২১জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ১৬ জন পুরুষ এবং পাঁচজন নারী। এদের মধ্যে ভাঙ্গায় নয়জন, ফরিদপুর সদরে আট, বোয়ালমারীতে তিন এবং আলফাডাঙ্গায় একজন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরের সদরে আটজন, ভাঙ্গা উপজেলায় নয়, বোয়ালমারীতে তিন এবং আলফাডাঙ্গায় এক জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, ফরিদপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ফরিদপুর জেলার ১৭৫টি এবং গোপালগঞ্জ জেলার ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ পরীক্ষায় ফরিদপুর জেলার ২১টি ও রাজবাড়ী জেলার ২টি এবং গোপালগঞ্জ জেলার ১টি নমুনার ফলাফল পজিটিভ হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুর, ভাঙ্গা, বোয়ালমারী ও আলফাডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে যে ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে। আক্রান্ত সকলের শারীরিক অবস্থা যাচাই করা হচ্ছে। শনাক্তদের বাড়িতে রেখে কিংবা শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থনান্তর করা হবে।

ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/এমআর