চুয়াডাঙ্গায় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও চেক বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০২০, ১৬:১০

চুয়াডাঙ্গায় ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারকে ঢেউটিন ও চেক দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার সকালে সদর উপজেলা চত্বরে এসব ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান।

গত ২০ মে রাতে চুয়াডাঙ্গা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পান। জেলায় প্রায় তিন ঘণ্টা চলে আম্পানের তান্ডব। তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত হয় অনেক পরিবার। ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন ও চেক দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলায় আম্পানে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে চিহ্নিত করা হয়েছে। রবিবার ৮৫টি পরিবারের প্রত্যেককে এক বান ঢেউটিন ও তিন হাজার টাকার চেক দেয়া হয়। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সবাইকে এ সহায়তা দেয়া হবে।

(ঢাকাটাইমস/২৪মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :