ঈদে এটাই ওদের বড় আনন্দ

প্রকাশ | ২৪ মে ২০২০, ১৬:২৫

আমিনুল ইসলাম মল্লিক, ঢাকা টাইমস

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সারাবছর অল্প অল্প করে গোস্তের সমিতিতে টাকা জমায় ওরা।  গ্রামের প্রায় অধিকাংশ মানুষই এই সমিতির সদস্য।  কৃষক শ্রমিক মুটে মজুর ও খেটে খাওয়া মানুষরা এ সমিতির সদস্য।  ঈদ কাটাতে গোস্তের এমন আয়োজন খুবই সহজ।  সিরাজগঞ্জের প্রায় প্রতিটি গ্রাম অঞ্চলেই ঈদুল ফিতরের আগে এরকম চিত্র।

কারণ, এককালীন বড় অংকের টাকা দিয়ে গরুর গোসত ক্রয় করে খাওয়া অনেকটাই কষ্টের ও দুঃসাধ্যের। তাই সারাবছর অল্প অল্প করে টাকা জমান তারা।

বছর শেষে এই টাকা দিয়ে বড় একটি গরু কেনা হয়। গরু জবাই করা হয় ঈদের আগেরদিন বিকাল কিংবা রাতে। পরে সেটি কেটে বণ্টন করা হয়।  রান্না করে খাওয়া হয় ঈদ উপলক্ষে।

এদিকে, ঈদ উদযাপনে মেয়ে, জামাতা আগেই চলে আসে বাবা বাড়ি ও শ্বশুর বাড়িতে। তাদেরকে এই মাংস খাওয়ানো হয়। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে এভাবেই খুশি বয়ে যায় কৃষক পরিবারে।

ঢাকা টাইমস/২৪মে/এআইএম/ইএস