আনন্দের ঈদ, বেদনার ঈদ

ফয়ছল আহমদ চৌধুরী
| আপডেট : ২৪ মে ২০২০, ১৬:৫৩ | প্রকাশিত : ২৪ মে ২০২০, ১৬:৪৩

আমরা সবাই জানি ঈদ মানে হাসি খুশি আনন্দ। কিন্তু এ বছরের ঈদ অনেকটা ব্যতিক্রম। করোনার ভয়াবহ পরিস্থিতিতে এমনি এক দুর্যোগপূর্ণ কঠিন মুহূর্তে আমরা সব ভাগ্যবানরা এই ঈদ আনন্দ উপভোগ করতে যাচ্ছি। গত দুই মাসে অনেক মানুষ তাদের প্রিয়জন হারিয়েছেন। কেউবা হারিয়েছেন বাবা, কেউবা মা, কিংবা সন্তান অথবা নিকটাত্মীয়। দেশে বিদেশে এখনও অনেকেই করোনা মহামারিতে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন।

আমাদের সামাজিক নিরাপত্তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অদ্ভুত এক অন্ধকারে ঢেকে গেছে পৃথিবী। চারিদিকে মৃত্যু, ক্ষুধা আর হাহাকারের মিছিল। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য এমন বিবর্ণ একটা ঈদ এসেছে, যা আগে কখনো আসেনি। পরম করুণাময় আমাদেরকে আজ অবধি পরিবার পরিজনসহ সুস্থ রেখেছেন, তাই আল্লাহ পাকের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ।

আসুন, আজ আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে করোনায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করি। করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, তাদের রোগ মুক্তি কামনা করি। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়াই। তবেই হবে মানবতার জয়।

করোনা ক্রান্তিলগ্ন কাটিয়ে উঠে যদি বেঁচে থাকি, ভবিষ্যতে আরো ঈদ পাব ইনশাআল্লাহ। আসুন, আমরা সবাই এই পরিস্থিতিতে জরুরি অবস্থার প্রতি খেয়াল রেখে এ বছরের ঈদ আনন্দ নিজ নিজ পরিবার নিয়ে নিজেদের বাসায়-ই উদযাপন করি। বেঁচে থাকলে দেখা হবে আগামীতে কোনো এক ঈদ উৎসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজে নিরাপদে থাকুন। অন্যকে নিরাপদে রাখুন। বাসায় থাকুন।

পরিশেষে করোনা ক্রান্তিলগ্নে দেশে বিদেশে সকল শুভানুধ্যায়ীদের জানাই একরাশ ভালবাসা ও অভিনন্দন। ‘ঈদ মোবারক’।

লেখক: ফয়ছল আহমদ চৌধুরী

সদস্য সচিব, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগ।

(ঢাকাটাইমস/২৪মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :