লেবাননে ঈদ উদযাপন, প্রবাসীদের মাঝে নেই আমেজ

ওয়াসীম আকরাম, লেবানন থেকে
 | প্রকাশিত : ২৪ মে ২০২০, ১৮:১১

প্রতিবছরের মতো এবারও লেবাননে একদিন আগে রবিবার পালিত হয়েছে ঈদুল ফিতর। তবে এবার দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের মনে নেই ঈদের আমেজ। একদিকে পরিবার পরিজনবিহীন ঈদ অন্যদিকে করোনা পরিস্থিতিতে বিভিন্ন বিধি-নিষেধ থাকায় প্রতি বছরের মতো আলাদা ঈদ জামাত করতে পারেন নি তারা।

প্রতিবছর দেশটির রাজধানীর বৈরুত মসজিদ আমিনে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন কুটনৈতিক রাজনৈতিক দলের প্রধান আর বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের সমাগম হয় সেখানে। এবার লকডাউনের কারণে সংক্ষিপ্ত আকারে বিভিন্ন মসজিদে ঈদের জামাত আদায় করতে হয়েছে মুসুল্লিদের। এছাড়া প্রতিবছরই প্রবাসী বাংলাদেশিরা দেশটির বিভিন্ন অঞ্চলে অস্থায়ী ঈদের জামাতের আয়োজন করেন। যাতে সমাগম হয় হাজারো প্রবাসী বাংলাদেশির। দেখে মনে হয় প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ। কিন্তু এবার তা সম্ভব হয়নি।

ঢাকাটাইমস/২৪মে/পিএল

ঈদের জামাত অনুষ্ঠিত হতসবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হত

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :